পরপর দুই দিন সৌদি আরবে দুই দফা সড়ক দুর্ঘটনায় ছয়জন বাংলাদেশি নিহত হলেন। বৃহস্পতিবার রাত ১২টায় (স্থানীয় সময়) প্রথম দফা দুর্ঘটনার পর শুক্রবার রাত ৮টায় (স্থানীয় সময়) দিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবারের দুর্ঘটনাটি ঘটেছে আল উমাইয়া নামক স্থানে। এতে নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট এলাকার নিজাম উদ্দিন, সিলেটের দিয়াই এলাকার মাসুক মিয়া তালুকদার এবং সিলেটের ফেঞ্জুগঞ্জ […]