পাকশীর পদ্মা নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজটির বয়স বুধবার ১০০ বছরে পড়ল। ব্রিটিশ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ও এশিয়ার অন্যতম এই রেলওয়ে সেতুর শতবর্ষ পূর্তির সাক্ষী হতে পেরে আনন্দে উদ্বেলিত পাবনাবাসী। দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্রিজের পাশে বিকেলে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈশ্বরদী থেকে ৫ মাইল দক্ষিণে এবং পূর্বের সাঁড়াঘাট […]