চোর সন্দেহে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার মূল আসামি কামরুল হাসানকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়েছে। স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতায় কামরুলকে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। আজ সোমবার স্থানীয় সময় সকালে জেদ্দায় হাইআররোওবি এলাকার এক বাংলাদেশির কাছে খবর পেয়ে এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম কামরুলকে সনাক্ত […]