মোহনা আনসারি নেপালের প্রথম মুসলিম আইনজীবী। তিনি সম্প্রতি নিয়োগ পেয়েছেন নেপালের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে। মুসলিম নারী হিসেবে তিনিই প্রথম কোনো নারী যিনি নেপাল সরকারের এত উচ্চ পদে নিয়োগ পেলেন। দক্ষিণের শহর নেপালগুঞ্জের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা এই আইনজীবী বলেন তখন তিনি এটা বিশ্বাসই করতে পারছিলেন না। নেপাল মানবাধিকার কমিশনার মোহনা আরো বলেন, ‘আমি […]