ইউজারের ম্যাসেজ স্ক্যান করে বিপাকে পড়েছে ফেসবুক। এ কারণে আইনী ঝামেলার মুখোমুখি পড়তে হবে সোশ্যল মিডিয়া জায়ান্টটিকে। বৃহস্পতিবার এক খবরে রয়টার্স জানিয়েছে, মেসেজ স্ক্যানের অভিযোগে ফেসবুককে ক্লাস অ্যাকশন স্টাটাসের মামলা মোকাবেলা করতে হবে বলে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০১৩ সালে দায়েরকৃত একটি মামলার শুনানির প্রেক্ষিতে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের ডিস্ট্রিক্ট জজ ফিলিপ হ্যামিলটন এ […]