আপনার নিজের বয়স অন্যরা কীভাবে মাপবে। হ্যাঁ! হতবাক নয়, ছবি বিশ্লেষণ করে আপনার বয়স বলে দেবে মাইক্রোসফট। এজন্য একটি ওয়েবসাইট চালু করেছে কোম্পানিটি। এক খবরে সোমবার সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার এক কনফারেন্সের মাধ্যমে এই ওয়েবসাইটের উন্মোচন করে মাইক্রোসফট। প্রতিবেদনে বলা হয়,তবে এই বয়স যে সব সময় আপনার মূল বয়সের সঙ্গে মিলে যাবে- এমন নয়। কখনও […]