২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে বাংলাদেশ খেলবে ৩৫ টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ভবিষ্যত সফর সূচিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম-এফটিপি) এমনটাই প্রস্তাব করা হযেছে। এই সূচি আগামী বছর ফেব্রুয়ারিতে পাঠানো হবে আইসিসি প্রধান নির্বাহীদের সভায়। সেখানে অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য জুনে পাঠানো হবে আইসিসি বোর্ড সভায়। তবে যে সূচি দাঁড় করানো হয়েছে, […]