চিকিৎসা শাস্ত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী- উইলিয়াম সি ক্যাম্পবেল, সাতোশি উমুরো এবং ইউইউ তু। সোমবার স্টকহোমে নোবেল জুরি কমিটি এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটি এবার পরজীবী সৃষ্ট রোগ প্রতিরোধের যুগান্তকারী দুটি কাজের জন্য এই তিনজনকে পুরস্কারে ভূষিত করেছে। এদের মধ্যে আয়ারল্যান্ডের নাগরিক উইলিয়াম সি ক্যাম্পবেল এবং জাপানের নাগরিক সাতোশি […]