বাড়িতে যখন-তখন প্রয়োজন হয় কাঠ মিস্ত্রীর। প্রয়োজন হতে পারে ঝাড়ুদারের। আর তখন এইসব লোকজনকে খুঁজতে হয়রানির শিকার হতে হয়। সেই সমস্যারও সমাধান আনছে গুগল। এবার হোম সার্ভিসের দিকে থাকবে গুগলের নজর। ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মীকে চাকরিও দেওয়া হয়েছে নয়া এই প্রজেক্টের জন্য। দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা ছিল গুগলের। এবার উঠে পড়ে নেমেছে এই সংস্থা। আপাতত […]