পাখির জন্য আলমগীরের অন্যরকম ভালোবাসা। গাছে গাছে বাধানো মাটির কলস। একটি দুটি নয় অসংখ্য এর একটি মুখ বের করে দোয়েল যুগল পড়শীদের দিকে একটু তাকালো। তারপর উড়াল দিল খাবারের সন্ধানে। অন্য কলস গুলোতে উড়ে এসেই কূজন শুরু করে শালিক , কোকিল, ঘুঘুসহ কতশত পাখি। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় পাখিগুলো ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রায় চার […]