
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর প্রবাসিদের জন্য এ সুযোগ ছিলো ১১ অক্টোবর পর্যন্ত।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করার জন্য ৩ কোটি শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ৩৫ টাকা। মার্কেট লট নির্ধারণ করা হয় ২০০টি শেয়ারে।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে ঋণ পরিশোধ, ব্যবসায় সম্প্রসারণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৬.৭৮ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।