যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘দ্য গার্ডিয়ান’র নির্বাচক প্যানেলের বিচারে বছর সেরা ফুটবলারের তকমা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসিকে স্পষ্ট ব্যবধানে পেছনে ফেলে সেরার আসন দখল করেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
গার্ডিয়ানের র্যাংকিংয়ে গত বছর দ্বিতীয় স্থানে থাকা রোনালদো ৭৪ শতাংশ ভোট পেয়ে সবার উপরে অবস্থান করছেন।চলতি মৌসুমে লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ মিলিয়ে ৫১ ম্যাচে ৫৬ গোল করেছেন সিআরসেভেন।
২০১২ সালে শতভাগ এবং ২০১৩ সালে ৬০ ভাগ ভোট নিয়ে শীর্ষে ছিলেন লিওনেল মেসি।কিন্তু এবার মাত্র ১২ শতাংশ ভোট পেয়েছেন আর্জেন্টাইন তারকা।
ম্যানুয়েল নয়ার ভোট পেয়েছেন ৮ শতাংশ। ৪ শতাংশ থমাস মুলার, ১ শতাংশ পল পগবা এবং ১ শতাংশ ভোট পেয়েছেন আরিয়েন রোবেন।
এই তালিকা প্রস্তুতে ২৮ দেশের ৭৩ জন বিচারক অংশ নেন। এদের মধ্যে ছিলেন হার্নান ক্রেসপো,দিদি হাম্মাম, স্লাভেন বিলিক এবং গিলবার্টো সিলভার মতো সাবেক তারকারাও।
এর আগে চলতি বছর বিবিসির বিচারে ‘স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ার’ হয়েছিলেন পর্তুগিজ এই তারকা।