248-killed-as-earthquake-shakes-Mexico-City

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৪৮

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে পুয়েব্লা রাজ্যের আতেনচিংগো এলাকায় এবং এর গভীরতা ছিল ৫১ কিলোমিটার।

প্রেসিডেন্ট পেনা নিয়েতা তাঁর টুইটার বার্তায় জানান, অন্তত ২৭টি ভবন ধসে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বলেন, ‘ঈশ্বর মেক্সিকো সিটির লোকজনের মঙ্গল করুন। আমাদের আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের জন্য সেখানেই থাকব।’

ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মাঝে আহতদের খুঁজছেন। ভূমিকম্পে মৃতদের বেশিরভাগই মোরেলস প্রদেশের বাসিন্দা।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। সেসময় আতঙ্কে মানুষজন রাস্তার বের হতে থাকেন।

শহরের মেয়র জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন।

রাজধানীর দক্ষিণে অবস্থিত মোরেলোস রাজ্যে ৬৪ জন ও পুয়েবলো রাজ্যে ২৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া মেক্সিকো সিটিতে ৩৬ জন ও মেক্সিকো রাজ্যে ৯ জন মারা গিয়েছেন।

মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮.১ মাত্রার আর একটি ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহত হন।

কিন্তু এই ভূমিকম্পের ঠিক ৩২ বছর আগে ১৯৮৫ সালে আর এক ভূমিকম্পে দশ হাজারের মতো মানুষ নিহত হয়েছিলো। সেই ঘটনার স্মৃতিকে মাথায় রেখেই মেক্সিকো সিটি জুড়ে বহু মানুষ মঙ্গলবারই এক ভূমিকম্প মহড়ায় অংশ নিয়েছিলো। এমনই সময় হল আরেকটি ভূমিকম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *