মশারি থেকে শুরু করে স্প্রে, ক্রিম, রেকেট অনেক কিছুই ব্যবহার করে ফেলেছেন মশার হাত থেকে বাঁচতে। তাহলে এবার একটু নজর রাখুন নিচের এই পাঁচটি উপায়ে। যা হয়তো আপনার সমস্যার সমাধান করতে পারে৷ কমাতে পারে আপনার দুশ্চিন্তা।
জেনে নিন মশার হাত থেকে বাঁচার ৫ উপায়।
১. নিম তেল
রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা নিম তেল মিশিয়ে, মেখে নিন গায়ে। অথবা কিছুটা স্প্রে করুন রুমে। মশার কামড় থেকে রক্ষা পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে মশা ঢোকার সম্ভাবনাও কমে যেতে পারে।
২. জোয়ানের বীজ
বিভিন্ন কার্ডবোর্ড টুকরার ওপরে জোয়ানের বীজ ও সরষের তেলের মিশ্রণ লাগিয়ে তা বাড়ির বিভিন্ন কোনায় রেখে দিতে পারেন।
৩. মশা তাড়ানোর চারাগাছ
ফিভারফিউ, সাইট্রোনেলা, ল্যাভেন্ডার জাতীয় গাছ বাড়ির চারপাশে রাখলেও কিন্তু মশারা আপনার বাড়িতে উঁকিঝুঁকি দিতে ভয় পাবে।
৪. ল্যাভেন্ডার তেল
সাইট্রোনেলা এবং ইউক্যালিপটাস তেলের সঙ্গে ল্যাভেন্ডার তেলের মিশ্রণ স্প্রে করলেও মশারা দূরে থাকবে। একঘন্টা পরে আবার একই মিশ্রণ স্প্রে করা যেতে পারে।
৫. জমা পানি দূর
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি না করলেই নয়, তা হল, বাড়ির চারপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না একেবারেই। জমা পানিই যে মশাদের বংশবিস্তারের পছন্দের আস্তানা। তাই এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই, এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন।