প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার অপেক্ষায় রয়েছে ১১টি কোম্পানি। কোম্পানিগুলোর আবেদন ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা রয়েছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুজিঁবাজারে তালিকাভুক্ত হতে রোডশো সম্পন্ন করেছে বা সম্পন্ন হবার প্রক্রিয়ায় রয়েছে যেসব কোম্পানি সেগুলো হল- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এসটিএস হোল্ডিংস লিমিটেড (অ্যাপোলো হাসপাতাল),আমরা নেটওয়ার্কস এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।
আইপিওর মাধ্যমে বসুন্ধরা পেপার মিলস ২০০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এছাড়া আমান কটন আগামী ২৪ জুলাই আইপিওতে আসতে রাজধানীতে রোডশো সম্পন্ন করবে।
পুঁজিবাজারে আসার অপেক্ষায় রয়েছে আরও যেসব কোম্পানি সেগুলো হল- প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইফকো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড, হ্যামপ্যাল রি ম্যানুফেকচারিং বাংলাদেশ লিমিটেড, মারহাবা স্পিনিং মিলস, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড এবং শেফার্ড টেক্সটাইলস মিলস লিমিটেড।
এসটিএস হোল্ডিংস লিমিটেড (অ্যাপোলো হাসপাতাল), আমরা নেটওয়ার্কস এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, বসুন্ধরা পেপার মিলস ইতোমধ্যে রোডশো সম্পন্ন করে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে পর্যটন খাতের প্রতিষ্ঠান ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ৬০ কোটি এবং আইটি খাতের আমরা নেটওয়ার্কস লিমিটেড ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। দুটি কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার থেকে অভিহিত মূল্য ৭৫ কোটি টাকা তুলতে চায় প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইফকো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ২০ কোটি টাকা, হ্যামপ্যাল রিম্যানুফেক্সারিং বাংলাদেশ লিমিটেড ২০ কোটি টাকা, মারহাবা স্পিনিং ৫০ কোটি টাকা, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড ২২ কোটি টাকা এবং শেফার্ড টেক্সটাইল মিলস লিমিটেড তুলতে চায় ২০ কোটি টাকা।